তোর কি মনে আছে
😊
যেদিন তোর হাত আমি প্রথম ধরেছিলাম
লজ্জায় লাল হয়ে গিয়েছিলি তুই
😂
মনে আছে
বৃষ্টিতে ভিজে ভিজে দুইজন কোচিং এ যেতাম
আমার জন্য প্রতিদিন
স্যারের কাছে কথা শুনতে হত তোর
😣
তুই ও প্রতিদিন শুনতি
মনে আছে
রাতের বেলা লোডশেডিং হলে
তুই আর আমি সবার আগে সাদে উঠতাম
😊
দুইজন বসে বসে আকাশ দেখতাম
সময় কোন দিক দিয়ে চলে যেত ।
খবর ই পেতাম না
😊
তুই ছিলি আমার রূপকথার রাজ্যের রাজকন্যা
😍
তোর সাথে কাটানো এক একটা মুহূর্ত
আমার কাছে মধুর থেকেও মিষ্টি মনে হত
মনে হত
প্রতিটা দিন যেন তোর জন্য বেচে আছি
😍
কিন্তু সময় বড়ই স্বার্থপর
😞
কোন দিন কল্পনাও করিনি
সময়ের সাথে সাথে তুই ও হারিয়ে যাবি
😞
একা ফেলে চলে জাবি এই কঠিন পথে
ভেঙ্গে দিবি আমার সব স্বপ্নগুলো
😞
জানিস তুই চলে যাবার পর
অসহনীয় কষ্টের মাঝে বেচে আমি
😞
তোর স্মৃতিগুলো প্রতি রাত আমায় কাদায়
ধন্যবাদ তোকে
এই কঠোর পৃথিবীর কঠরতর
প্রথম অংশ এত দ্রুত আমাকে দেখানোর জন্য
😞
ভাল থাকিস ...।
#kolpobazz
যেদিন তোর হাত আমি প্রথম ধরেছিলাম
লজ্জায় লাল হয়ে গিয়েছিলি তুই
মনে আছে
বৃষ্টিতে ভিজে ভিজে দুইজন কোচিং এ যেতাম
আমার জন্য প্রতিদিন
স্যারের কাছে কথা শুনতে হত তোর
তুই ও প্রতিদিন শুনতি
মনে আছে
রাতের বেলা লোডশেডিং হলে
তুই আর আমি সবার আগে সাদে উঠতাম
দুইজন বসে বসে আকাশ দেখতাম
সময় কোন দিক দিয়ে চলে যেত ।
খবর ই পেতাম না
তুই ছিলি আমার রূপকথার রাজ্যের রাজকন্যা
তোর সাথে কাটানো এক একটা মুহূর্ত
আমার কাছে মধুর থেকেও মিষ্টি মনে হত
মনে হত
প্রতিটা দিন যেন তোর জন্য বেচে আছি
কিন্তু সময় বড়ই স্বার্থপর
কোন দিন কল্পনাও করিনি
সময়ের সাথে সাথে তুই ও হারিয়ে যাবি
একা ফেলে চলে জাবি এই কঠিন পথে
ভেঙ্গে দিবি আমার সব স্বপ্নগুলো
জানিস তুই চলে যাবার পর
অসহনীয় কষ্টের মাঝে বেচে আমি
তোর স্মৃতিগুলো প্রতি রাত আমায় কাদায়
ধন্যবাদ তোকে
এই কঠোর পৃথিবীর কঠরতর
প্রথম অংশ এত দ্রুত আমাকে দেখানোর জন্য
ভাল থাকিস ...।
#kolpobazz
No comments:
Post a Comment