Tuesday, 23 May 2017

মহাবিশ্বের ১০টি বিষ্ময়কর ছবি



1. Sombrero Galaxy: 
Sombrero Galaxy আবিষ্কৃত হয় মার্চে ১৭৬৭। পৃথিবী থেকে ২৮ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই স্পাইরাল গ্যালাক্সীতে ৮০০ বিলিয়ন সুর্য্যের মতো নক্ষত্র আছে। এর ব্যাস ৫০,০০০ আলোকবর্ষ। 









2. Ant Nebula 
নাহ! এটি কোন গ্যালাক্সী নয়। একটি নেব্যুলা , দেখতে অনেকটা পিপড়ার মতো বলে এর এই নাম করন। এটি মুলত ধুম্রমেঘ(cloud of dust) এবং গ্যাসে পরিপুর্ন। এটি পৃথিবী হতে ৩,০০০~৬,০০০ আলোকবর্ষ দূরুত্বে অবস্থিত। 






3. Eskimo Nebula 
হ্যা, এটিও একটি নেব্যুলা পৃথিবী হতে ৫,০০০ আলোকবর্ষ দূরুত্বে অবস্থিত। 






4. Cat's Eye Nebula 
লর্ড অফ দ্যা রিংস এর Sauron এর মতো লাগতেছে নাহ? ;) এটিও একটি নেব্যুলা। ৩,৩০০ আলোকবর্ষ দূরুত্বে অবস্থিত। 






5. Hourglass Nebula 
(হপায় ৫টা গেলো? নাহ আর কোন কতাই কমু নাহ...:| ) 






6. Cone Nebula 





7. Omega Nebula 






8. NGC 2207 and IC 2163 
নাহ! এইটা কোন নেব্যুলা না, দুইটা গ্যালাক্সীর(NGC 2207 এবং IC 2163) মুখমুখী সংঘর্ষ হচ্ছে। হে হে হে... গ্যালাক্সী-গ্যালাক্সী মারা-মারি :D 




9. Eye of God 
আস্তে আস্তিক ভাইয়েরা, ক্ষেপে যাইয়েন নাহ! এর আসল নাম হচ্ছে Helix Nebula। দেখতে অনেকটা সেই রকম কিনা তাই!! 





10. Hand of God 
আবারো বলছি, এটা একটি পালসার ,পৃথিবী হতে ১৭,০০০ আলোকবর্ষ দূরুত্বে অবস্থিত। 






বিঃদ্রঃ ১০নং টা Chandra X-Ray Observatory থেকে তোলা হয়েছে।

No comments:

Post a Comment