Wednesday, 20 February 2019

মন খারাপ, তাই রাস্তা দিয়ে হাটছি।সামনে দেখলাম বিশাল স্টেজ আর আলোকসজ্জার পাশে কিছু ছেলে নাগিন ডান্স দিচ্ছে। মন ভাল হবে এই ভেবে আমিও একটু ডান্স দিতে গিয়ে দেখি,,, ওমা একি,,, তাহারা দেখি ভাষা শহিদদের ডান্সের মাদ্ধমে শ্রদ্ধা জানাচ্ছে। আমিও তাই তাদের এই কাজকে শ্রদ্ধা জানাতে জুতা খুলে তাদের পিছে ইচ্ছেমত কয়েক রাউন্ড দউরালাম। এখন প্রষুর ভাল্লাগতাছে। #সেদিন আর দূরে নেই যখন দেখা যাবে সানি লিওনের ভিডিও ছেরে তাহারা মিলাদ পরছে। ডিজিটাল পুলাপাইন বলে কথা।


via Facebook https://ift.tt/2SilNSA

No comments:

Post a Comment