Tuesday, 31 January 2017

paper war

paper war

paper man

paper man

paglu

paglu

pagli theame

pagli theame

paagly

paagly

paagli 2

paagli 2

onek valobasi

onek valobasi

sacrificew

sacrificew

reehi mehzabeen

reehi mehzabeen

protiva

protiva

protarona

protarona

tomar joggo noi

tomar joggo noi

tomake harie

tomake harie

profile

profile

porokal

porokal

pori dekhini

pori dekhini

temon valobasi

temon valobasi

sorry

sorry

sedin duti

sedin duti

sedin bristi cilo

sedin bristi cilo

tumio ki valobesecile

tumio ki valobesecile

valo thakte pari

valo thakte pari

VALOBASI 2

VALOBASI 2

vijbi naki amar sathe mp4 2

vijbi naki amar sathe mp4 2

vul manus mea

vul manus mea

aashiq new shit by kolpobaj

Sunday, 29 January 2017

শীতকে জয় করার সবচেয়ে সহজ সমাধান।

শীতকে
জয় করার সবচেয়ে সহজ সমাধান।
যখনই আপনার শীত শীত লাগবে তখন
দেরি না করে বউ অথবা গার্লফ্রেন্ডের সামনে যান।তারপর আপনার মোবাইল খানা বাহির করিয়া তাহার একখান চেলপি খিচিয়া বলুন এই যাহ তোমাকে তো আজ বান্দরনির মত লাগতাছে।ব্যাস 
আপনার কাজ শেষ।
দেখবেন তিনি এক সেকেন্ডে
এতটাই হট হয়ে উঠবেন যে
 তার গরমে আপনার শীত ৪২০ মাইল বেগে পালাবে।
বিঃদ্র: এই ফর্মুলা পিথাগোরাসের তেইশ নম্বর উপপাদ্য অনুসারে প্রমানিত।
#কল্পবাজ

আপনি কি বেকার?

এই যে ভাই,,,?
আপনি
কি বেকার?
আপনি কি ফহিন্নির ঘরের ফহিন্নি?
অভাবে আছেন? 
কিছুতেই সংসার চলছেনা ।
গার্ল ফ্রেন্ড গরিব বলে চ্যাকা দিয়া চলে গেছে।
তবে হ্যা আপনাকেই বলছি।
আপনার জন্য অপেক্ষা
করছে ভাগ্য পরিবর্তন করার সূবর্ন সুযোগ।

ভালো লেখক হবার সহজ উপায়

গাইতে গাইতে গায়ক, লিখতে লিখতে লেখক। কিন্তু ব্যাপারটা কী এতো সহজ? ধরুন আপনি লেখক হতে চান। তাহলে কী করতে হবে? সুন্দর একটি কলম আর বেশ কিছু কাগজ নিয়ে বসে লিখতে থাকলেই কি আপনি লেখক হয়ে যাবেন? নাকি আরো কিছু করণীয় আছে?

লেখক কে কেমন বুঝবেন কিভাবে ?

লেখকের প্রতিটা গল্প তার জীবনের অংশ ভেবে নেয়ার কোন কারন নেই। একজন নেশাখোর লেখক মাতাল হয়ে ফযরের আযান শোনে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে কেউ একজন টুপি পড়ে মুসজিদে যাচ্ছে। লেখক জানালা ধরেই সে ভাল মানুষটিকে ছুঁতে পারে। নেশা গ্রস্থ অবস্থায় সে যা লিখবে হয়ত তাতে আপনি জেগে যাবেন কিন্তু লেখক নিজেই হয়তো নেশায় পড়ে থাকবে।

সব লেখক এক নয়। কেউ কেউ শুধু লেখার জন্য লেখে, মানুষকে মুগ্ধ করতে লেখে। কিন্তু কিছু লেখক কিছু উদ্দেশ্য নিয়ে লেখে। সুন্দর ভাবনা গুলো দিয়ে নিজের মত করে সবাইকে বদলে দিতে লেখে।

তবুও ভাল খারাপ কোন লেখককে কখনো ব্যাক্তিগত ভাবে নিবেন না। লেখক গল্প তৈরি করে তাই তাকে কল্পনাতেই মানায়। খুব কাছে গেলে দেখবেন সব কিছু অন্যরকম। 

লেখক তার চারপাশে সব সময় ধোয়া ছড়িয়ে রাখে। আপনি কখনোই তার চিন্তা কে স্পর্শ করতে পারবেন না। সে কখনোই বুঝতে দিবেনা সে আসলে কে! কারন বুঝে গেলে গল্প শেষ! 

সহজ করে বলছি লেখক বার বার প্রেমে পড়ে অথচ ভালবাসে শুধু একজনকে। চৈত্রের খরা তাপে সে অচেনা কোন তরুনীর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখে প্রেমে পড়ে যায়, গোধুলির কুসুম রংে ক্লান্ত কোন কিশোরীর ঘরে ফেরা দেখে সে প্রেমে পড়ে যায়। প্রেমের গল্প লিখতে বার বার তাকে প্রেমে পড়তে হয় অথচ ভাল সে বাসে একজনকেই।

doctor

অনিকেত প্রান্তর?

তবুও এই দেয়ালের শরীরে-
যত ছেঁড়া রঙ, ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা,
তোমার চেতনার যত উদ্ভাসিত আলো-
রঙ আকাশের মতন অকস্মাৎ নীল,
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ,
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে…

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে,
বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…

Saturday, 28 January 2017

কোচিং থেকে বের হয়ে দেখি

কোচিং থেকে বের হয়ে দেখি,দুপুরের তপ্ত রৌদের প্রখরতা অনেকটাই কমে এসেছে। বিকেলের হালকা রোদেলা আলোটা বেশ ভালোই লাগছে। হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটায় মনটা আজ ফুরফরে লাগছে।
বাসায় ফিরতে হবে,না হলে মা অনেক চিন্তা করবেন। বাস গুলোর আজ কি হল,আজ একটা-কেও দেখতে পারছিনা।
"অ্যাঁইজকা আর কোনো বাস আইবোনা" পিছনে ঘুরে দেখি এক মধ্য বয়স্ক লোক কথা বলছে।
তার পাশে অনেক লোকজন জড়ো হয়েছে,কি হয়েছে তা জানার জন্য?
ব্যপারটা কি, তা জানতে আমি ওই ভিড়ের কাছে চলে গেলাম। 
মধ্য-বয়স্ক:আজ মালিক-সমিতির ধর্মঘট। বাস অ্যাঁইজকা চলবো না।