Monday, 20 March 2017

Boss is always right

শান্ত
সূর্য আজকে উত্তর দিক দিয়ে উঠছে তাই না...
-জি বস...
বস ঃ অই সূর্য উত্তর দিক দিয়া উঠবে কেমনে !! 
পূর্ব দিক দিয়া ইয় তো উঠবে তাই না :)
-জি বস ...
শান্ত
আমার মনে হয় হারুন সাহেব কাজে গোঁজামিল করে ।।
কি বলিস ?
- জি বস
বস ঃতাকে তাহলে ছাটাই করে দেই ।
-জি বস
বিঃদ্রঃ সর্বদা বসের পা চাটুন ... :P
আর তোষামোদ করুন :p
আপনার উন্নতি ঠেকায় কে :)

Wednesday, 15 March 2017

True Love Never End.

"একটা কথা বলার ছিলো।
—হ্যা বলুন।
—আমি তোমাকে ভালোবাসি।"
মেয়েটি অবাক
দৃষ্টিতে ছেলেটিকে ভালো করে দেখে নিলো।
যেন মাত্রই আকাশ থেকে পড়েছে।
আর ছেলেটি?
ছেলেটি লজ্জায় মুখ লুকোচ্ছে।
যেন মস্তবড় কোনো ভুল
করে ফেলেছে প্রপোজ
করে।
অতঃপর মেয়েটি বললো,
"আমি ভাবতেই
পারিনি তুমি আমাকে প্রপোজ
করবে!! ভেবেছিলাম বলবে,'১২
টাকা দিবে,একটা Fair & Lovely
মিনিপ্যাক
কিনবো।'
নিজের চেহারা কখনো আয়নায়
দেখেছো?
শান্ত নামের ছেলেটি আর
দাঁড়িয়ে থাকতে পারলো না।
লজ্জার আর
অপমানে মেয়েটির
সামনে থেকে চলে এলো।
বৃষ্টি নামের মেয়েটিকে শান্ত
অনেক

নিল ডায়েরি হতে...

আমার কথা মনে পড়বে তোমার
যখন
দূরে চলে যাব....
এত দূরে কি
ফিরে আসব না।
এতদিন হয়ত
তোমার মনে ছিলাম
তারপর তোমার কল্পনায়
ভেসে যাব।
মনে পড়েবে আমার কথা
আর দেখা।
কিন্তু তখন তোমায়
আর পারব না দেখতে।
তোমাকে জান এর চেয়ে বেশি চাই।
কিন্তু প্রমান করতে পারব না।
আমার ভালবাসা বুঝবে যখন
কষ্ট পাবে আমার কথা ভেবে
কিন্তু আমার দেখা পাবে না।
আমার শেষ নিঃশ্বাসে
তোমাকে ডাকব।
আমায় মনে পড়ে যদি
রাতে রাস্তায় /ছাদের
কোনে দাঁড়িয়ে চেয়ে দেখ
একটি চমৎকার উজ্জ্বল তাঁরা
হয়ে রব।

কিছু বন্ধুত্ব এমনই হয়

শান্ত ক্যাম্পাসে ক্যান্টিনে বসে
মোবাইল কথা বলছে আর চা খাচ্ছে।এমন
সময় সকাল পিছন থেকে ওকে থাপ্প্র
দিয়ে বলল কী রে এখানে বসে
থাকবি না কি?
আজকে নবীন বরণ।
সকাল:চল আজকে ফুল দিয়ে আমাদের
জুনিয়ারদেরকে বরণ করি।
শান্ত: ধুর! আজকাল এসব কাজও করতে হয়
সকাল: চল চল,,,,,

Sunday, 12 March 2017

♣নীল ডায়েরী ♣

নীল ডায়েরী 
আজ হঠাৎ করেই ১টা ডায়েরী আমার
সামনে এসে পড়ল।
ডায়েরী টা সাদা ও
নীল রঙের কিন্তু ধুলা দিয়ে উপরটা
কালো হয়ে গেছে।
ডায়েরী টা
দেখে বুকের ভিতরটা কেমন যেন করছে।
আমার পূরনো সব দিন গুলো আজ সামনে
এসে পড়েছে।
ডায়েরীর ১ম পাতা খুব
সুন্দর করে আঁকানো।
১টি মেয়ে লাল

নীলচে আকাশ ও রূপকথা


দুই বছর আগের কথা


#পাগল_হওয়া_কি_খারাপ_কিছু..??


তোমাকে নিয়ে আমার ভাবনাগুলো উই পোকারা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে।


একটা ভুলে আর কত শাস্তি দিবে :'( #kolpobazz


একটি ছেলে স্বপ্ন দেখতো


মনে পরে সেদিনের কথা?


যদি কোনো বৃষ্টি ভেজা রাতে


অনেকদিন তোমাকে নিয়ে কিছু লিখা হয় না


Saturday, 11 March 2017

Holi 2017

দুই বছর আগের কথা ...
হোলি হচ্ছে আবীর মেখে, আমি ক্যামেরা নরমালি নিয়ে চলছি। আমার উপর যত রঙ
আমার ক্যামেরাতেও একই রঙ, ভেতরে ঢুকে পড়ছে রঙের গুড়ো। চারপাশে ঢাকঢোল বাজছে....
সবার চোখেমুখে আনন্দ, আমি ছবি তুলছি। আমি একজনকে খুঁজছিলাম খুব, তার জন্য আমি একটু লাল রং আলাদা করে রেখেছিলাম।

Thursday, 9 March 2017

অনেকদিন তোমাকে নিয়ে কিছু লিখা হয় না

অনেকদিন তোমাকে নিয়ে কিছু লিখা হয় না।
হঠাৎ তোমাকে খুঁজতে গিয়ে অনেক ভেবে ভেবে এ লিখাটা শুরু
করলাম, হয়তো
পাগলামি হয়ে যাচ্ছে
জানি তবুও লিখছি।
কেননা বাস্তবলোকে তুমি
নেই বলে কি তোমার
সাথে আমি কথাও
বলতে পারবো না? তাও
কি হয় নাকি ? কথা
তো বলাই যায়... আমার
কাছে যে আমার কল্পনার স্বপ্ন জগৎ টা অনেক বেশী সত্যি !
তাইতো তুমি
এতোটাই জীবন্ত আমার স্বত্বা জুড়ে। তুমি হয়তো
জানো,আমার নিজের
ভেতর আমি আমার
এক রাজ্য তৈরি করেছি, যেখানে কল্পনা ছাড়া আর
কিছুই জায়গা করে
নিতে পারেনা। সে
রাজ্যে বাস করতে
আমি খুবই স্বাচ্ছন্দ্য
বোধ করি। সে রাজ্যের
প্রতিটি মানুষ খুব
চেনা জানা খুব আপন! সে রাজ্যে সব কিছুই কেমন যেনো খুব ভালো মানে সব কিছুই মনের মতো সব মানুষ গুলোও খুব বেশী ভালো এবং সুন্দর ।
সেখানে আমি যা চাই
তাই হয়,এ জন্য সেটা
আমার কল্পরাজ্য
আর সে রাজ্যের রাজা
আমি বলে আমার নাম
কল্পবাজ! কিন্তু এ
রাজ্যে আপাততো
একটাই অভাব জানো
তো?
তোমার অভাব কল্পপরী !
আজকাল কেমন জানি
কল্পরাজ্যেও অনেক
ঝাপসা হয়ে যাচ্ছো
তুমি...... আমি এখন আর
আগের মতো সুন্দর
করে গান গাইতে পারি
না, গান লিখতেও কষ্ট
হয়, এভাবে চলতে
থাকলে আমি যে অতি
শিগ্রই ধ্বংস হয়ে
যাবো......
তুমি কোথায় কল্পপরী ??
জানো কল্পপরী,
তোমাকে নিয়ে রয়েছে
অনেক কল্পনা। এগুলো
সত্য হোক আর না
হোক কিন্তু তোমাকে
ঘিরে আমার এসব
কল্পের মাঝে রয়েছে
অনেক ভালোলাগা। আর
এই ভালোলাগা গুলো
আমি সর্বদা একা
অনুভব করি, কি
করবো ? তুমি তো পাশে
নেই... যে দিন দেখা
দিবে সেদিন অবশ্যই
ভাগ করে নিবো।
ততোদিন না হয় আমার
কাছে জমাই থাকলো?
আচ্ছা, কল্পপরী
তুমি কি রেললাইন
পছন্দ করো ? আমার
রেললাইন এর পার
ঘেসে কিংবা আধো
সন্ধ্যা ঘেরা বিকেলে
ট্রেন লাইন এর উপর
দিয়ে হাটতে অনেক
ভালো লাগে। যদিও একা
একা হাটতে কেমন
যেনো নিঃসঙ্গ লাগে
কিন্তু আমার ভালো
লাগে,কারন আমি যখন
রেললাইন দিয়ে হাটি
তখন ভাবি তুমি আমার
সাথে হাটছো। কেমন
হবে বলতো? কোনো
এক বিকেলে আমি এবং
তুমি একসাথে কোনো
এক রেললাইন ঘিরে
দুজনে হেঁটেই চলেছি
তো চলছি । তুমি
হাসছো আর আমি
অবাক হয়ে তোমার ঐ
আবেগময়ি সুন্দর হাসি
দেখছি । কল্পপরী,
তুমি কি কখনো
মধ্যরাতে ফাঁকা কোনো
রাস্তায় রড লাইট এর
নিচ দিয়ে একা
হেঁটেছো ? অদ্ভুত
ভালো লাগা কাজ করে
আমার মাঝে যখন
আমি একা রাতের
রাস্তায় এইভাবে হেঁটে
চলি তখন ভাবি তুমি
যদি আমার পাশে
থাকতে তবে কেমন
হতো ? তুমি আর আমি
হেঁটে চলেছি আলো-
ছায়া ঘেরা নীরীবিলি
কোনো এক রাস্তা
দিয়ে।
তুমি কি কখনো সন্ধ্যা
ঘেরা কোনো বিকেলে
যখন একসাথে ডুবন্ত
সূর্যের আলো স্পষ্টত
থাকে ঠিক সে সময়
রিক্সা করে কোনো
নীরব ঘেরা রাস্তায়
ঘুরে বেড়িয়েছ ?
আমি বেড়িয়েছি,সাথে
তুমি ছাড়া আর কে
থাকবে বলো ?
রিক্সাতে আমার পাশে
তুমি। আমার হাতটি
সযতনে ধরে রেখেছ
আর তাকিয়ে দেখছো
আকাশের মাঝে
হাড়িয়ে যাওয়া সূর্যের
শেষ চিহ্নটি ।
কি কল্পপরী, ভাবছো
এ কোন পাগলের
পাল্লায় পড়লে তুমি ?
ভাবতে পারো, তবে এ
তো মাত্র শুরু ! আসলে কি জানো ? আমার যেখান থেকে শেষ আবার সেখান থেকেই শুরু । এখনো
তো অনেক কিছুই
বাকি... এ তো গেলো শুধু
তোমাকে ঘিরে আমার
নিঃসঙ্গ কিছু ঘুরে
বেড়ানোর মুহূর্ত যা
সর্বদা আমার
কল্পলোকে ভেসে
বেড়ায় !! তুমি জানো
তবুও বলছি, আমি
সর্বদা একা একটি
ছেলে। কল্পপরীর যে
জায়গা টি আমি
তোমাকে দিয়েছি তা
আমার কাছে আমার
নিজের চাইতেও
অনেক বেশী দামী।
জিজ্ঞেস করতে
পারো, কেনো ?
কারণ, আমি আমার
কল্পপরী অর্থে যে
মানুষটি কে কল্পনা
করি সে আমাকে
আমার থেকেও বেশী
ভালোবাসে...
বোঝে...আপন ভাবে... !!
যাকে বলে অনেকটা
পুরানো দিনের ধ্যান-
ধারনার মতো দুটি
মানুষ একটি স্বত্বা !
আর কথা বারাবো না,
অনেক বেশী অসহায়
লাগছে... তুমি হয়তো
জানো দিনের দিন
আমি কতটা পাল্টে
যাচ্ছি ? এখন আর
আমি সেই আগের
মিডি নেই।
এখন আর আমার
আগের মতো
ভালবাসতে ইচ্ছে
করেনা! না ইচ্ছে করে
সবাইকে আপন ভাবতে।
আমি অনেক পাল্টে
গিয়েছি পরী ! এখন
আর কল্পনা, স্বপ্ন
এগুলো ভালো লাগে
না...মনে হয় এগুলো শুধু
একেকটা শব্দ ছাড়া
কিছু না ! আমি যে এক বাস্তবজীবনের লক্ষ্যে এমন
এক ব্যাস্ত শহরের
ভিড়ের মাঝে আটকে
গিয়েছি। থেমে গিয়েছে
আমার স্বত্বা। হাজার
চাইলেও কেনো যেনো
আমি আর আমার
ভেতরকার হারিয়ে
যাওয়া ভিড়ের
মাঝেকার সেই মিডি
কে খুঁজে পাই না !
অনেক ভিরেও এখন
আমি একা খুবই একা....
আচ্ছা "ধ্রুপতারা" নামটা কেন দিয়েছো?
কল্পবাজ টাই তো ভাল ছিল ।
মাঝে মাঝে মনে হয়,
মৃত্যুর পর হয়তো
তুমি আমার দেখা পাবে।
তোমার ঐ নামের মাঝে। নয়তো আমি তোমার সেই ধ্রুবতারা হয়ে জ্বলে উঠবো কোনো এক নরকে বা স্বর্গে! তবে নিজের কোনো জগতে...... জানো আজ আকাশে অনেক সুন্দর একটি চাঁদ উঠেছে,
সম্ভবত আজ জ্যোৎস্না ! আমি সে জ্যোৎস্না আমার হৃদয় গহীন থেকে অনুভব
করছি... রাতের এই
জ্যোৎস্না আর আকাশে হাজারো তারা দেখার মাঝে আমার বিশেষ ভালো লাগা কাজ করে আর তা হচ্ছে আকাশের
ধোঁয়ার মতো ভেসে
ভেসে যাওয়া সাদা
মেঘগুলো আর কোটিকোটি তারাদের মাঝে ধ্রুবতারাটা! মনে হচ্ছে তোমাকেই দেখতে পাচ্ছি . অনেক
ভালো লাগে আমার রাত
জেগে আকাশ দেখতে
আর এমন রাত তো
ভালবাসারো উদ্ধে !
কারণ কল্পনায় যেথায়
তুমি পাশে আছো
সেখানে কষ্ট তো
আমাকে ছোঁয়ারও
সাহস পাবেনা। এমন
কোনো এক
জ্যোৎস্নাময় রাতে তুমি আর আমি ছাদে বসে আছি, চারপাশে মোমের আলো আর প্রদীপ গুলো টীপ টীপ করে জ্বলছে !
তোমার পরনে লাল
শাড়ি আর কপালে লাল
টিপ, বাতাসে খোলা চুল
গুলো একদমি ছন্নছারা
হয়ে উড়ছে... যেনো
মানতেই চাচ্ছে না,
আর আমি সেগুলো
একটু পর পর ঠিক করে
দিচ্ছি । তুমি আমার
পাশে বসে আছো আমার
হাতটি ধরে এতোটাই
শক্ত করে যেনো ছেড়ে
দিলে আমি পালিয়ে
যাবো ! বার বার বলছো
‘আহা... খোলা চুল না
তোমার ভালো লাগে
তাহলে আবার আমার
চুল গুলো বার বার ঠিক
করতে হবে কেন
তোমার STUPID !!
আমি হেসে বলছি ... এ
জন্যই তো ভালোবাসি...
অনুভুতির রাজ্যে
আরো কাছে আসার
আকুল আবদারে, হঠাৎ
তুমি গেয়ে উঠলে...
“আমারো পরানো যাহা
চায়... তুমি তাই গো...
আমারো পরানো যাহা
চায়.......”
আর আমি ... থাক না হয় আজ বাদ দিলাম সে কথা।

আমি রাত জাগি কারন>>>>???


Tuesday, 7 March 2017

৫ মার্চ ২০১৭


তাকে নীল শাড়িতে সুন্দর লাগে


হঠাত করেই ঘুম ভেঙ্গে গেল...


পুরনো কিছু স্মৃতি সত্তিই ভোলা যায়না


কিছু কিছু সম্পর্কের জন্য দুইজনকেই বেচে থাকতে হবে


কেন এমন তুমি


For someone special