আমার কথা মনে পড়বে তোমার
যখন
দূরে চলে যাব....
এত দূরে কি
ফিরে আসব না।
এতদিন হয়ত
তোমার মনে ছিলাম
তারপর তোমার কল্পনায়
ভেসে যাব।
মনে পড়েবে আমার কথা
আর দেখা।
কিন্তু তখন তোমায়
আর পারব না দেখতে।
তোমাকে জান এর চেয়ে বেশি চাই।
কিন্তু প্রমান করতে পারব না।
আমার ভালবাসা বুঝবে যখন
কষ্ট পাবে আমার কথা ভেবে
কিন্তু আমার দেখা পাবে না।
আমার শেষ নিঃশ্বাসে
তোমাকে ডাকব।
আমায় মনে পড়ে যদি
রাতে রাস্তায় /ছাদের
কোনে দাঁড়িয়ে চেয়ে দেখ
একটি চমৎকার উজ্জ্বল তাঁরা
হয়ে রব।
যখন
দূরে চলে যাব....
এত দূরে কি
ফিরে আসব না।
এতদিন হয়ত
তোমার মনে ছিলাম
তারপর তোমার কল্পনায়
ভেসে যাব।
মনে পড়েবে আমার কথা
আর দেখা।
কিন্তু তখন তোমায়
আর পারব না দেখতে।
তোমাকে জান এর চেয়ে বেশি চাই।
কিন্তু প্রমান করতে পারব না।
আমার ভালবাসা বুঝবে যখন
কষ্ট পাবে আমার কথা ভেবে
কিন্তু আমার দেখা পাবে না।
আমার শেষ নিঃশ্বাসে
তোমাকে ডাকব।
আমায় মনে পড়ে যদি
রাতে রাস্তায় /ছাদের
কোনে দাঁড়িয়ে চেয়ে দেখ
একটি চমৎকার উজ্জ্বল তাঁরা
হয়ে রব।
তখন হয়ত অনেক দূরে
পৌছে গেছি
কিন্তু মনটা এখানেই
ফেলে যাব।
চোখের জ্বল ফেল না
আমার কথা মনে করে
তখন কিন্ত
রেগে যাব আর আসব না
তখন ওই দূর আকাশেও।
পৌছে গেছি
কিন্তু মনটা এখানেই
ফেলে যাব।
চোখের জ্বল ফেল না
আমার কথা মনে করে
তখন কিন্ত
রেগে যাব আর আসব না
তখন ওই দূর আকাশেও।
তোমার আকাশ তোমায় দিয়ে
অন্য কোথাও হারিয়ে যাব ।
অন্য কোথাও হারিয়ে যাব ।
repost
No comments:
Post a Comment