দুই বছর আগের কথা ...
হোলি হচ্ছে আবীর মেখে, আমি ক্যামেরা নরমালি নিয়ে চলছি। আমার উপর যত রঙ
আমার ক্যামেরাতেও একই রঙ, ভেতরে ঢুকে পড়ছে রঙের গুড়ো। চারপাশে ঢাকঢোল বাজছে....
সবার চোখেমুখে আনন্দ, আমি ছবি তুলছি। আমি একজনকে খুঁজছিলাম খুব, তার জন্য আমি একটু লাল রং আলাদা করে রেখেছিলাম।
আমি তাকে পাইনি, সন্ধ্যায় দেখলাম সে ক্যাম্পাসে আসছে।
এত মন খারাপ হলো তখন! অথচ তাকে একটু রঙ দেবার জন্য আমি সারাদিন বসে ছিলাম।
আজ সেই মন খারাপের কথা মনে পড়লো, হাসিও পেলো। আমার সেই লাল রং এর প্যাকেট হলে আমার বেডের পাশে জানালার ওইখানে এখনো রাখা আছে মনে হয়।
সেই ভাললাগা দীর্ঘসময় লেগেছিল যেতে।
আমরা
কেবল সেই মানুষের জন্যেই অপেক্ষা করতে পারি যে বুঝবে,
যে জানবে যে এই মানুষটার লাল রঙ আমার জন্য।
নইলে স্মৃতি থাকে রঙের প্যাকেট থাকে জানালার পাশে কিন্তু মানুষটি মিলিয়ে যায়......
কিছু মানুষের জন্য জীবনের লাল রঙ তুলে রাখা উচিত না। আবীরের লাল রং অথবা হৃদয়ের লাল রং পাবার যোগ্যতা সবাই রাখে না।
#kolpobazz
১৬ মার্চ ২০১৪

No comments:
Post a Comment