আজ হঠাৎ করেই ১টা ডায়েরী আমার
সামনে এসে পড়ল।
ডায়েরী টা সাদা ও
নীল রঙের কিন্তু ধুলা দিয়ে উপরটা
কালো হয়ে গেছে।
ডায়েরী টা
দেখে বুকের ভিতরটা কেমন যেন করছে।
আমার পূরনো সব দিন গুলো আজ সামনে
এসে পড়েছে।
ডায়েরীর ১ম পাতা খুব
সুন্দর করে আঁকানো।
১টি মেয়ে লাল
রঙের তারার মত পাতা হাতে নিয়ে
বসে আছে।
আমি পড়া শুরু করলাম।আমার
ছোটবেলার কিছু কথা ও কবিতা আরও
অনেক কিছু।
ডায়েরিটা বন্ধ করতে
গেলাম আর তখনি নিচে পড়ে গেল আর
১টা কাগজ বের হল।একি! এটা তো
চিঠি।চিঠিটা দেখে আমি অবাক।
এটা তো কনার চিঠি। আমি পড়তে শুরু
করলাম।
★★চিঠি★★
তোকে কি বলে ডাকব?
প্রিয় দোস্ত/বান্ধননী
মারজানা,
কেমন আছিস?আশা করি অনেক ভালো
আছিস।
আর সরি দোস্ত তোকে চিঠি
লিখতে পারি নি।যাই হোক তোকে
১টা সুখবর দিই।জানিস আমি কিছু দিন
পর সব কিছু থেকে মুক্তি পাব।হা হা হা।
অবাক হয়ে পড়ছিস তাই না।শোন
তাহলে প্রায় ১-২ মাস আমার কেমন
যেন মাথা ঘুরাত। অজ্ঞান হয়ে
যেতাম।আমি ভাবতাম হয়ত তেমন কিছু
না।না খেয়ে থাকার+ প্রচুর চিন্তায়
হয়ত এমন হয়।তারপর কিছুদিন আগে মামার
বিয়েতে গিয়েছিলাম।হঠাৎ করেই
জ্ঞান হারিয়ে ফেলি।সবাই
ডাক্তারের কাছে নিয়ে গেল।অনেক
পরিক্ষা করা হল।বাড়িতে আসার পর
দেখি মা সবসময় কান্না করছে। বাবা
প্রতিদিন ঘুমানোর আগে ১টি করে চুমু
দেয়।আমার এসব ভালো লাগছিল না।
কেউ কিছুই বলতে চায় নি।আমি মা কে
বললাম মা তোমাকে আমার কসম প্লিজ
বল।তখন আমার ছোট্ট বোন চৈতালি
এসে বলে আপু আমি জানি।ডাক্তার
আংকেল বলেছে তোমার নাকি খুব বড়
রোগ হয়েছে।মা বলেছে তুমি নাকি
আমাদের সাথে আর থাকবে না।
তখন
আমি মাকে বললাম মা ও কি বলছে?কি
হয়েছে আমার।মা আমাকে জড়িয়ে
ধরে বলে আমার ব্রেইন টিউমার ছিল
এবং সেটা এখন ক্যান্সার হয়ে গেছে।
আমি বললাম এটার চিকিৎসা তো
আছে?মা বলে আমি নাকি এখন শেষ
পর্যায়।আমার নাকি সময় কম।দোস্ত
বিশ্বাস কর বুকটা যেন ফেটে যাচ্ছিল।
দোস্ত বুঝাতে পারব না।তোকে খুব মিস
করছি তাই আজ তোর কাছে আমার
লিখা শেষ চিঠি।যতক্ষণ পৌঁছাবে
আমি আর হয়ত থাকব না।তোদের সাথে
কাটানো দিন আজও মনে পরে। দোস্ত
তোকে খুব দেখতে ইচ্ছে করছে।ও
দোস্ত তোর দেয়া সেই কলমটা আজও
আমার কাছেই আছে। রেখে
দিয়েছিলাম এই ভেবে যে,বিশেষ এক
সময় লিখব।দেখ আজ তাই করছি।হা হা
হা।আর দেখ আমি জানি এখন তুই
কাঁদবি।প্লিজ কাদিস না লিখা মুছে
যাবে।হি হি।আচ্ছা শুন তোকে ত বলা
হয়নি।আমি শান্তকে বলেছিলাম
যে,ওকে ভালবাসি।এবং ও আমাকে
করে কিন্তু এখন ওর থেকে দূরে থাকি।
কারন ওকে কষ্ট দিতে পারব না।যাই
হোক কি যে বলছি এসব তোকে।তবে
এখন থেকে তোকে আর কেউ
জ্বালাবে না।হা হা।এখন আমি একদম
একাই ঐ অন্ধকার ঘরে রাজত্য করব।আর
দেখ এভাবে কাঁদবি না।আমি তো
বেঁচে থাকব সবসময় তোদের স্মৃতিতে।
আচ্ছা দোস্ত খুব খারাপ লাগছে কিছু
ভাল লাগছে না।
ইতি
তোর ঝগড়াটে /বান্ধননী
কনা।
*★
আমি চিঠিটা বন্ধ করে আকাশের
দিকে তাকিয়ে বললাম দোস্ত মিস
ইউ।
আর হা শান্ত আজও তোকে
ভালবাসে।
কিন্তু পৃথিবীতে একা বাস
করা যায় না।তাই সে আজ নতুন জিবনে
ব্যস্ত।আর আমি আজ নিজেকে নতুন
পরিবেশে খাপ খাওনোর চেষ্টা
করছি।
আর তুই হয়ত আরামে ঘুমিয়ে আছিস।
#kolpobazz
মারজানা,
কেমন আছিস?আশা করি অনেক ভালো
আছিস।
আর সরি দোস্ত তোকে চিঠি
লিখতে পারি নি।যাই হোক তোকে
১টা সুখবর দিই।জানিস আমি কিছু দিন
পর সব কিছু থেকে মুক্তি পাব।হা হা হা।
অবাক হয়ে পড়ছিস তাই না।শোন
তাহলে প্রায় ১-২ মাস আমার কেমন
যেন মাথা ঘুরাত। অজ্ঞান হয়ে
যেতাম।আমি ভাবতাম হয়ত তেমন কিছু
না।না খেয়ে থাকার+ প্রচুর চিন্তায়
হয়ত এমন হয়।তারপর কিছুদিন আগে মামার
বিয়েতে গিয়েছিলাম।হঠাৎ করেই
জ্ঞান হারিয়ে ফেলি।সবাই
ডাক্তারের কাছে নিয়ে গেল।অনেক
পরিক্ষা করা হল।বাড়িতে আসার পর
দেখি মা সবসময় কান্না করছে। বাবা
প্রতিদিন ঘুমানোর আগে ১টি করে চুমু
দেয়।আমার এসব ভালো লাগছিল না।
কেউ কিছুই বলতে চায় নি।আমি মা কে
বললাম মা তোমাকে আমার কসম প্লিজ
বল।তখন আমার ছোট্ট বোন চৈতালি
এসে বলে আপু আমি জানি।ডাক্তার
আংকেল বলেছে তোমার নাকি খুব বড়
রোগ হয়েছে।মা বলেছে তুমি নাকি
আমাদের সাথে আর থাকবে না।
তখন
আমি মাকে বললাম মা ও কি বলছে?কি
হয়েছে আমার।মা আমাকে জড়িয়ে
ধরে বলে আমার ব্রেইন টিউমার ছিল
এবং সেটা এখন ক্যান্সার হয়ে গেছে।
আমি বললাম এটার চিকিৎসা তো
আছে?মা বলে আমি নাকি এখন শেষ
পর্যায়।আমার নাকি সময় কম।দোস্ত
বিশ্বাস কর বুকটা যেন ফেটে যাচ্ছিল।
দোস্ত বুঝাতে পারব না।তোকে খুব মিস
করছি তাই আজ তোর কাছে আমার
লিখা শেষ চিঠি।যতক্ষণ পৌঁছাবে
আমি আর হয়ত থাকব না।তোদের সাথে
কাটানো দিন আজও মনে পরে। দোস্ত
তোকে খুব দেখতে ইচ্ছে করছে।ও
দোস্ত তোর দেয়া সেই কলমটা আজও
আমার কাছেই আছে। রেখে
দিয়েছিলাম এই ভেবে যে,বিশেষ এক
সময় লিখব।দেখ আজ তাই করছি।হা হা
হা।আর দেখ আমি জানি এখন তুই
কাঁদবি।প্লিজ কাদিস না লিখা মুছে
যাবে।হি হি।আচ্ছা শুন তোকে ত বলা
হয়নি।আমি শান্তকে বলেছিলাম
যে,ওকে ভালবাসি।এবং ও আমাকে
করে কিন্তু এখন ওর থেকে দূরে থাকি।
কারন ওকে কষ্ট দিতে পারব না।যাই
হোক কি যে বলছি এসব তোকে।তবে
এখন থেকে তোকে আর কেউ
জ্বালাবে না।হা হা।এখন আমি একদম
একাই ঐ অন্ধকার ঘরে রাজত্য করব।আর
দেখ এভাবে কাঁদবি না।আমি তো
বেঁচে থাকব সবসময় তোদের স্মৃতিতে।
আচ্ছা দোস্ত খুব খারাপ লাগছে কিছু
ভাল লাগছে না।
ইতি
তোর ঝগড়াটে /বান্ধননী
কনা।
*★
আমি চিঠিটা বন্ধ করে আকাশের
দিকে তাকিয়ে বললাম দোস্ত মিস
ইউ।
আর হা শান্ত আজও তোকে
ভালবাসে।
কিন্তু পৃথিবীতে একা বাস
করা যায় না।তাই সে আজ নতুন জিবনে
ব্যস্ত।আর আমি আজ নিজেকে নতুন
পরিবেশে খাপ খাওনোর চেষ্টা
করছি।
আর তুই হয়ত আরামে ঘুমিয়ে আছিস।
#kolpobazz
No comments:
Post a Comment