Wednesday, 29 May 2019

#কেউজ্ঞানদিতেআসবেননাআগেইবলেদেইরোজারাখিনি৷ কয়েক ফোটা রক্ত দেখে ভয় পেলে বুঝি আদরিনি? ভয় নেই,,, রক্ত নয় এই সব ভালোবাসা! আঘাতে ছিদ্র ক্ষত বুকের লাশ দেখে ভয় পেলে বুঝি! ভয় নেই। এগুলো ভালোবাসার আন্দোলন মিছিলে শহিদ হবার প্রতিক । তোমাকে নিয়ে কবিতা লিখতে শব্দ ছিনিয়ে আনার আন্দোলনে নেমেছি। এতো ভাবছো কি? ক্ষুদ্র পাতা নড়ার শব্দ এ নয় সব তোমার অবহেলার ধ্বনি মিশ্রিত প্রতিরোধ । তোমাকে নিয়ে কবিতা লিখতে পারার তীব্র আকাঙ্খা। .আর সব বিকৃত মস্তিষ্কের পোশাকি মানুষের টনক নাড়িয়ে দেবার জন্য। আজ এক অমর যুদ্ধে আমি মাঠে দাঁড়িয়ে। দেখ তোমার জন্য ছিনিয়ে এনেছি অসংখ্য শব্দমালা যার প্রতি বর্ণই প্রতিরোধ , আর একটি বাক্য আমরণ বন্ধুত্বের প্রকাশ। কি হল আদরিনি,,, আবার ভয় পেলে বুঝি? #সাইকো


via Facebook http://bit.ly/2WcEcr0

Thursday, 23 May 2019

সবার দিন শুরু হয়, জানু সোনা ভালোবাসা দিয়া আর আমার,,,,,,!!!!!! বালের কপাল🙄🙄


via Facebook http://bit.ly/2VLDEDd

via Facebook http://bit.ly/2YQ8Lj7

এই ফটো টার মাঝে যে কত আবেগ আছে, আর কত যন্তনা আছে, তা শুধু হয়তো সেই মানুষ টাই জানে যার হাতের ছবিটা । কিছু ভালবাসার মানুষ গুলো খুব জেদি । যখন কষ্ট গুলো এসে বুকে জমা হয় তখন ভবিষ্যৎ ও ভুলে যায় । তখন শুধু ভাবে কিভাবে কি করলে কষ্ট গুলো কমাতে পারবো । সব কিছু খুঁজে একটাই শুধু পথ পায় তা হল নিজেকে শাস্তি দেওয়া । . নিজেকে শাস্তি দেওয়ার বেপারে সবাই অনেক সাহসি । অন্যের সাথে মারা-মারিতে না পারলেও নিজের সাথে ঠিকেই পারে । কেই বা পারবে না । মারা-মারির আঘাত সহ্য করা যায় কিন্তু মনের ভাঙ্গার আগাত কখনোই সহ্য করা যায় না । তাই নিজের শরীর কে ক্ষত-বিক্ষত করে শেষ করে দেয় । ভালবাসার কষ্ট গুলোই এমন জীবন শেষ করে দেয় । . ফলাফল-- . আপনি আবেগে পরে হাত কেটে ফেলেছেন । . এরপর আপনার হাতের রক্ত থামাতে অনেক কিছু লাগাবেন । হাত ভাল করার জন্য অনেক টাকা খরজ করতে হবে । হাত ভাল করতে পারবেন কিন্তু কাটা দাগ গুলো এত সহজে মুছে ফেলতে পারবেন না । কোন দাগ ছোটো হলে অনেক মাস পরে মুছে যায় । কিন্তু অনেক গুলো বড় বড় টান দেন ব্যাল্ড বা ছুরি দিয়ে সেগুলো মুছে যায় না । . বাসা থেকে বের হতে হলে ফুল হাতা জামা ছাড়া হাপ হাতার জামা পরে বের হতে পারবেন না । নিজের কাছে অনেক খারাপ লাগবে যখন কেউ আপনার চেহারার দিকে না তাকিয়ে যখন আপনার কাটা হাতের দিকে অপলক তাকিয়েই থাকবে । আবার পরিবারের দূর সম্পর্কের কোন লোক আসলে তার সামনে যেতে পারবেন না । অন্য কোন নতুন বন্ধুর সাথে পরিচয় হতে গেলে হাতের বেপারটা নিয়ে জানতে চাইবে । . একটা সময় আপনি অনেক চেষ্টা করবেন হাতের দাগ গুলো মুছে ফেলার জন্য কিন্তু তা আর পারবেন না । আবার অন্য কারো সাথে রিলেশন করতে গেলেও পারবেন না । কারণ সে যদি কখনো দেখে আপনার হাতে অনেক সুন্দর সুন্দর দাগ আছে । তাহলে সে বুঝে যাবে আপনার আগে একটা রিলেশন ছিল । যার জন্য আপনার হাত পর্যন্ত কেটে ফেলেছেন । . আবার অনেক বছর পর কোনো না কোনো ভাবে আপনার পরিবার আপনাকে মানিয়ে বিয়ে দিয়ে দিতে পারে । তখন আপনার স্বামী / স্ত্রী ওই কাটা দাগের বেপার টা জানতে চাইবে । প্রতি রাতে আপনার ঐ বেপার টা নিয়ে কথা বলবে । একটু একটু করে জানতে চাইবে । মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগলে ঐ হাত কাটা বেপার টাও তুলে ফেলবে । . যখন আপনার সন্তান বড় হবে তখন আপনাকে জিজ্ঞেস করবে । আম্মু এটা কিসের দাগ । তখন আপনি কি বলবেন রান্না করতে গিয়ে কেটেছে । সেটা বলতে পারবেন না কারণটা আপনি জানেন যে রান্নার কাজে এক জায়গাতে এক সাথে এত গুলো দাগ হয় না । তখন আপনার বলার ভাষা থাকবে না । তখন কান্না করবেন আর একা একা ভাবতে থাকবেন কি করলাম আমি নিজের সাথে ?? ওহ আমি ছেলে আমার কথা আলাদা । আমার সাথে আপনর তুলনা চলে না :)


via Facebook http://bit.ly/2wgfHcV