Thursday, 23 May 2019

এই ফটো টার মাঝে যে কত আবেগ আছে, আর কত যন্তনা আছে, তা শুধু হয়তো সেই মানুষ টাই জানে যার হাতের ছবিটা । কিছু ভালবাসার মানুষ গুলো খুব জেদি । যখন কষ্ট গুলো এসে বুকে জমা হয় তখন ভবিষ্যৎ ও ভুলে যায় । তখন শুধু ভাবে কিভাবে কি করলে কষ্ট গুলো কমাতে পারবো । সব কিছু খুঁজে একটাই শুধু পথ পায় তা হল নিজেকে শাস্তি দেওয়া । . নিজেকে শাস্তি দেওয়ার বেপারে সবাই অনেক সাহসি । অন্যের সাথে মারা-মারিতে না পারলেও নিজের সাথে ঠিকেই পারে । কেই বা পারবে না । মারা-মারির আঘাত সহ্য করা যায় কিন্তু মনের ভাঙ্গার আগাত কখনোই সহ্য করা যায় না । তাই নিজের শরীর কে ক্ষত-বিক্ষত করে শেষ করে দেয় । ভালবাসার কষ্ট গুলোই এমন জীবন শেষ করে দেয় । . ফলাফল-- . আপনি আবেগে পরে হাত কেটে ফেলেছেন । . এরপর আপনার হাতের রক্ত থামাতে অনেক কিছু লাগাবেন । হাত ভাল করার জন্য অনেক টাকা খরজ করতে হবে । হাত ভাল করতে পারবেন কিন্তু কাটা দাগ গুলো এত সহজে মুছে ফেলতে পারবেন না । কোন দাগ ছোটো হলে অনেক মাস পরে মুছে যায় । কিন্তু অনেক গুলো বড় বড় টান দেন ব্যাল্ড বা ছুরি দিয়ে সেগুলো মুছে যায় না । . বাসা থেকে বের হতে হলে ফুল হাতা জামা ছাড়া হাপ হাতার জামা পরে বের হতে পারবেন না । নিজের কাছে অনেক খারাপ লাগবে যখন কেউ আপনার চেহারার দিকে না তাকিয়ে যখন আপনার কাটা হাতের দিকে অপলক তাকিয়েই থাকবে । আবার পরিবারের দূর সম্পর্কের কোন লোক আসলে তার সামনে যেতে পারবেন না । অন্য কোন নতুন বন্ধুর সাথে পরিচয় হতে গেলে হাতের বেপারটা নিয়ে জানতে চাইবে । . একটা সময় আপনি অনেক চেষ্টা করবেন হাতের দাগ গুলো মুছে ফেলার জন্য কিন্তু তা আর পারবেন না । আবার অন্য কারো সাথে রিলেশন করতে গেলেও পারবেন না । কারণ সে যদি কখনো দেখে আপনার হাতে অনেক সুন্দর সুন্দর দাগ আছে । তাহলে সে বুঝে যাবে আপনার আগে একটা রিলেশন ছিল । যার জন্য আপনার হাত পর্যন্ত কেটে ফেলেছেন । . আবার অনেক বছর পর কোনো না কোনো ভাবে আপনার পরিবার আপনাকে মানিয়ে বিয়ে দিয়ে দিতে পারে । তখন আপনার স্বামী / স্ত্রী ওই কাটা দাগের বেপার টা জানতে চাইবে । প্রতি রাতে আপনার ঐ বেপার টা নিয়ে কথা বলবে । একটু একটু করে জানতে চাইবে । মাঝে মাঝে আপনার সাথে ঝগড়া লাগলে ঐ হাত কাটা বেপার টাও তুলে ফেলবে । . যখন আপনার সন্তান বড় হবে তখন আপনাকে জিজ্ঞেস করবে । আম্মু এটা কিসের দাগ । তখন আপনি কি বলবেন রান্না করতে গিয়ে কেটেছে । সেটা বলতে পারবেন না কারণটা আপনি জানেন যে রান্নার কাজে এক জায়গাতে এক সাথে এত গুলো দাগ হয় না । তখন আপনার বলার ভাষা থাকবে না । তখন কান্না করবেন আর একা একা ভাবতে থাকবেন কি করলাম আমি নিজের সাথে ?? ওহ আমি ছেলে আমার কথা আলাদা । আমার সাথে আপনর তুলনা চলে না :)


via Facebook http://bit.ly/2wgfHcV

No comments:

Post a Comment