Wednesday, 29 May 2019

#কেউজ্ঞানদিতেআসবেননাআগেইবলেদেইরোজারাখিনি৷ কয়েক ফোটা রক্ত দেখে ভয় পেলে বুঝি আদরিনি? ভয় নেই,,, রক্ত নয় এই সব ভালোবাসা! আঘাতে ছিদ্র ক্ষত বুকের লাশ দেখে ভয় পেলে বুঝি! ভয় নেই। এগুলো ভালোবাসার আন্দোলন মিছিলে শহিদ হবার প্রতিক । তোমাকে নিয়ে কবিতা লিখতে শব্দ ছিনিয়ে আনার আন্দোলনে নেমেছি। এতো ভাবছো কি? ক্ষুদ্র পাতা নড়ার শব্দ এ নয় সব তোমার অবহেলার ধ্বনি মিশ্রিত প্রতিরোধ । তোমাকে নিয়ে কবিতা লিখতে পারার তীব্র আকাঙ্খা। .আর সব বিকৃত মস্তিষ্কের পোশাকি মানুষের টনক নাড়িয়ে দেবার জন্য। আজ এক অমর যুদ্ধে আমি মাঠে দাঁড়িয়ে। দেখ তোমার জন্য ছিনিয়ে এনেছি অসংখ্য শব্দমালা যার প্রতি বর্ণই প্রতিরোধ , আর একটি বাক্য আমরণ বন্ধুত্বের প্রকাশ। কি হল আদরিনি,,, আবার ভয় পেলে বুঝি? #সাইকো


via Facebook http://bit.ly/2WcEcr0

No comments:

Post a Comment