একজন ভাল লেখককে সহজেই ভাল মানুষ ভেবে নেয়াটা বোকামী।
যেমন একজন ভাল ডাক্তার ভাল মানুষ নাও হতে পারে। বাংলাদেশে যত জন ডাক্তার আছে এরা সবাই যদি ভাল মানুষ হত, যদি প্রত্যেকটা ডাক্তার দিনে তিনটা করে রোগী বিনা পয়সায় দেখত তাহলে আর এদেশে কেউ বিনা চিকিৎসায় মারা যেতনা।
রাত দূইটা বেজে উনিশ মিনিট হঠাৎ ফোন দিয়ে বললে তুমি এই বাইরে ভিষণ ঝড় হচ্ছে আর ফোন দিতে পারবনা। আমি ভাবছি তখন অবুঝ মেয়ে বাহিরের ঝড়টাই দেখলে শুধু ভেতরেরটা দেখলেনা। #কবিতা #সাইকো
No comments:
Post a Comment