Saturday, 4 May 2019

#৪৯কবিতা তুমি তাকাও, না তাকাও ! বিরক্ত হয়ে,যতই মুখ বাঁকাও ! ছায়া হয়ে আছি,তোমার পাশাপাশি । তুমি শোনো, না শোনো ! অতিষ্ট হয়ে,যতই দিন গোন ! চুপি চুপি আছি,তোমার কাছাকাছি । তুমি দেখ, না দেখ ! মনের মাঝে রাখ, নাইবা রাখ ! তবু ও বলব আমি,তোমায় ভালবাসি । তুমি কাছে নাও, না নাও ! রাগ করে,যতই সরে সরে যাও ! গোলাপ হাতে আছি,বলতে তোমায় ভালবাসি । তুমি বল না বল ! মুখ ঘুরিয়ে,যতই এড়িয়ে চল ! আমি তবু বলি ,বলব , বলছি, শোনো, ভালোবাসি ভালোবাসি ! #সাইকো


via Facebook http://bit.ly/2LhNuwG

No comments:

Post a Comment