Tuesday, 30 April 2019

হঠাৎ একদিন প্রশ্ন করলাম তাকে আচ্ছা সপ্তর্ষি !! এখন ও কি কান্না পেলে মুখ লুকাবার জন্য আমার বুকটাই খোজো ? এখন ও কি রাত্র বেলা ইচ্ছে করে বলতে আমায় ভালবাসি ? চাপা কান্না ঢাকতে গিয়ে আচল দিয়ে মুখ ঢাকল সে জবাব দিতে পারছেনা আজ তাই চুপ হয়ে আছে আজ আমার সপ্তর্ষি #সাইকো


via Facebook http://bit.ly/2GM2hdx

No comments:

Post a Comment