Friday, 26 April 2019

#৪৬কবিতা কাকে ম্যাসেজ দিব । কার কাছে জানতে চাইবো কেমন আছ? সবাই তো ব্যস্ত ।ভিষন ব্যস্ত । ম্যাসেজ দেখার ই সময় পায়না । আনসীন ই থেকে যায় প্রতিটি ম্যাসেজ । শুধু শুধু তাদেরকে বিরক্ত করা হয়ত । কাকে বলবোঃ কয়েক সেকেন্ড কথা বলতে চাই । ফোনটা একটু খোলারেখো ! সবাই যে আমার উপর বিরক্ত। তবে তাদের ফোনটা খোলাই থাকে শুধু কল দিলেই ডিসপ্লেতে ভেসে আসে ওয়েটিং বা শুনতে হয় সে এখন ব্যস্ত । এখন আর কেউ ফ্রী থাকতে চায় না । সবাই একটু কথা বলতে চায় । জমিয়ে আলাপ করতে চায় কিম্বা আড্ডায় অভ্যস্ত । তাই একাকি একরুমে আবদ্ধ পড়ে থাকি । এমন তো কেউ নেই!! কার নরম হাত ধরে একটু ঘুরতে চাইবো ???


via Facebook http://bit.ly/2Vs82X8

No comments:

Post a Comment