Thursday, 25 April 2019

#৪৬কবিতা ছেলেটা কথা দিয়েছিলো বিয়ের সময় তোমায় নীল শাড়ী পরিয়ে বিয়ে করব। লাল আমার কেমন যেন লাগে...! অফিস থেকে আসার সময় তোমার জন্য প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসব। মেয়েটা বলেছিলো, নীল শাড়ীর সাথে কানের দুল গুলাও থাকবে নীল সে আর কখনো চুল ছোট করবে না… লম্বা চুলে খোপা করবে… সেই খোপাতে অফিস ফেরত ছেলেটা ফুলের মালা গুঁজে দিবে, ভালোবাসায় সংসারটা হয়ে উঠবে স্বপ্নিল । মেয়েটা ঠিক করে রেখেছিলো তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলে তার নাম কি রাখবে। সপ্তাহের কোন দিন কে মশারি টানাবে আর কে মশারি গুজবে! বসন্তের কোন এক বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে শক্ত করে হাতটা ধরে তারা ঠিক করেছিলো, জোছনা রাতে তাদের বিয়ে হবে। চোখ বুজে ছেলেটা ভাবতোঃ বিয়ের রাতে জানালা দিয়ে চাঁদের আলো যখন মুখে এসে পড়বে, নীল টুকটুকে শাড়িতে মেয়েটাকে তখন নীল পরীর মত লাগবে!! অতঃপর, জোছনা রাতেই মেয়েটার বিয়ে হয়েছিলো… তবে নীল শাড়ী নয়, সে লাল শাড়ী পরেছিল তবে সেই শারিতেও তাকে সেদিন পরীর মত লাগছিল। ৫ ফুট ১০ ইঞ্চি, নিজের বাড়ি আছে, অমুক ভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হ্যান্ডসাম, , হাই ফাই ফ্যামিলি” – নামক কয়েকটা শব্দের সাথে মেয়েটার সেদিন বিয়ে হয়েছিলো মেয়েটা এখন বেঁচে আছে… হয়তো ভালোই আছে… তবে লম্বা চুলে খোপা করার সময় তার হাত কাঁপতে থাকে … রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ দেখলে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে কেন জানি… বেলি ফুলটা এখন ঘৃণার কাতারেই আছে । ছেলেটা এখন কোথায় আছে, কেমন আছে – কেউ জানে না। হয়তো ভালোই আছে! বসন্তের বিকেলে তার বুকের ভেতরটায় খুব যন্ত্রণা হয় … জোছনা রাতে তার চোখে অমাবস্যা নামে। কেউ জানেনা বুকের ভেতর কতখানি জমিন ফাকা হয়ে গেছে। #from Nil Dairy march18


via Facebook http://bit.ly/2IXanTx

No comments:

Post a Comment