Wednesday, 24 April 2019

[ইনবক্স_ থেকে ] আজকাল আর বেলা করে ঘুম ছাড়িনা, ঘুম জড়ানো চোঁখ দুটো আজকাল কাউকে দেখাই না ৷ এখন আর একলা বসে গান শুনিনা, কাল-পরশুর জন্য আর জমিয়ে রাখিনা কিছু ৷ আজকাল নিজের সাথে খুব একটা থাকিনা ৷ একলা বসে নিবিড়ভাবে বই পড়িনা ৷ ক'যুগ হলো, এখন আর রংধনুটা রং করি না ৷ বসার ঘরে কেউ আসলে একটু কড়া চা করে দিই ৷ এখন আর আগের মতো চুপ থাকিনা ৷ ইদানীং সবার মাঝে আসন পেতে মুভি দেখি, ক্যানভাসটা খালিই থাকে, এখন আর রঙ করি না ৷ এখন আমি সময় নিয়ে পেপার বিলের হিসেব কষি, হেডফোন জুড়ে মাতাল হয়ে গান শুনি না ৷ পড়ার মধ্যে আজকাল শাড়ীটাই বেশ গুছিয়ে পড়ি , এখন আর বই পড়ি না ৷


via Facebook http://bit.ly/2GCzxEe

No comments:

Post a Comment