একজন ভাল লেখককে সহজেই ভাল মানুষ ভেবে নেয়াটা বোকামী।
যেমন একজন ভাল ডাক্তার ভাল মানুষ নাও হতে পারে। বাংলাদেশে যত জন ডাক্তার আছে এরা সবাই যদি ভাল মানুষ হত, যদি প্রত্যেকটা ডাক্তার দিনে তিনটা করে রোগী বিনা পয়সায় দেখত তাহলে আর এদেশে কেউ বিনা চিকিৎসায় মারা যেতনা।
তুমি কবি নও,,, তবে জানি শতশত কবি তোমায় নিয়ে কবিতা লেখে। শতশত শিল্পী তোমার ছবি আঁকে আঁকা বাকা স্বপ্নে যেন তুমি মেঘ থেকে নেমা আসা পরী। কলিজাতেও ঠাই দিতে তোমায়,,, বারন করো,,,, হায় আল্লাহ এখন কি যে করি,,,,,, #সাইকো ক্রাশনামা 😂😂
No comments:
Post a Comment