Tuesday, 23 April 2019

তুমি কি খুব খুশী হবে? যদি তোমার জন্য কিছু কবিতা লিখি আমি কাক ডাকা ভোরে, যেথায় তোমার অপূর্ব সৌন্দর্যের বর্ণনা রবে, জীবনানন্দ দাশ সুন্দরের বন্দনা করেছেন যেমন করে। তুমি কি খুব খুশী হবে? যদি তোমায় সাজিয়ে দেই আলতো ছুয়ে , আবেগ মেখে যেমন জসিমউদ্দিন কল্পনায় সাজাতেন প্রকৃতিকে । হয়তো আমি এতোটা সার্থক হব না, রোম্যান্টিক কবিদের মত, তবুও চেষ্টায় কোনও দোষ দেখি না, গুণগানে তোমার হব নিজে ধন্য অন্তত। তারপর ও স্বপ্ন দেখি।। আমার প্রতি কবিতায় যদি তুমি বেঁচে রও, তবে জানবে সবে তুমি আমার, আর কারো নও। #সাইকো pic : clctd


via Facebook http://bit.ly/2VsHcOV

No comments:

Post a Comment