Saturday, 27 April 2019

#৪৭কবিতা এই যে তোকে যখন বলি, 'জানপাখিটা' আলতো করে অমনি কেন মুখটি লুকাস , বুকের উপড় আছড়ে পরে। বুকের সাথে বুক মিলিয়ে, জাপটে থাকিস শরীর জুড়ে, জানপাখিটা বলতো দেখি তোর কি আমার মতই পরাণ পোড়ে? তুইও কি আমার মতন? ওমন ভাবিস, যেমন আমি? হঠাৎ করে পড়লে মনে বাড়ে বুকের ধুকধুকানি হাজার প্রজাপতি উড়ে, তোরও কি পেটের উপর? জানপাখিটা বলতো দেখি তোরও কি শুন্য লাগে বুকের ভিতর? ঝুম বর্ষার বিকেল বেলায়, দাড়াস কি তুই গ্রীল ধরে? আমায় ভেবে দিস ছুঁয়ে কি , বৃষ্টি ফোটা হাত বাড়িয়ে? জল জমে কি কারন ছাড়াই , আমার মতই চোখের আঁড়ে? রাগবি কি তুই জানপাখিটা ডাকি যদি জনম ভরে। #সাইকো


via Facebook http://bit.ly/2GNTBEI

No comments:

Post a Comment