একজন ভাল লেখককে সহজেই ভাল মানুষ ভেবে নেয়াটা বোকামী।
যেমন একজন ভাল ডাক্তার ভাল মানুষ নাও হতে পারে। বাংলাদেশে যত জন ডাক্তার আছে এরা সবাই যদি ভাল মানুষ হত, যদি প্রত্যেকটা ডাক্তার দিনে তিনটা করে রোগী বিনা পয়সায় দেখত তাহলে আর এদেশে কেউ বিনা চিকিৎসায় মারা যেতনা।
রাত্রির শেষভাগে যিনি আরশ ছেড়ে আকাশে নেমে আসেন ইদানিং তার কাছে কিছু আর্জি জানাতে ইচ্ছে হয় ইচ্ছে হয় চিৎকার করে বলি, হে আরশের মালিক তুমি বরং আমায় তোমার কাছেই নিয়ে নাও এই পৃথিবীর কোন কিছুই আমার জন্য শুভ নয়।
No comments:
Post a Comment