Saturday, 18 February 2017

প্রায় বলতে শুনি,,,,, ব্রেকাপ হয়েছে নতুন একজনকে চাই,

প্রায় বলতে শুনি,,,,,
ব্রেকাপ হয়েছে নতুন একজনকে চাই,,,,, 
তাদের কাছে প্রশ্ন আপনি কি সত্যি'ই
ভালবেসে ছিলেন রিলেশনের মানুষটাকে । 
নাকি time pass এর জন্য ব্যবহার করেছিলেন । 
যদি সত্যি মানুষটাকে ভালবেসে থাকেন তাহলে কি ভাবে এটা সম্ভব ?
সেই মানুষটাকে ভুলে অন্যর খোজ করা ! অন্যর
হাতে হাত রাখার কথা চিন্তা করা,
সম্পর্ক জিনিসটাকে কি আপনি খেলনা মনে করেন ?
ইচ্ছে হল খেললাম ভালো না লাগলে ছুড়ে ফেলে দিলাম ।
ভালবাসা এত সস্তা নয় ! 


একজন সফল প্রেমিককে জিঙ্গাসা করে দেখুন ?
একটা ভালবাসা কত তিল তিল করে বড় করতে হয় ।
এটা শুধু রাত জেগে ২৫ পয়সা মিনিটে নুতুপুতু আলাপ নয়.....
একজন মানুষকে মুহুর্তেই পাল্টে দিতে পারে ।
একটা সম্পর্ক গড়ে তুলতে যতটানা সময় লাগে তার
চেয়েও হাজার গুন বেশি সময় লাগে মন থেকে
মুছে ফেলতে ।
ভালবাসাটা একটা ম্যাজিক শিয়ান এর মত কাজ করে
যেকোন সময়েই বদলে দিতে পারে
আপনার জীবন । কখনো রোদ কখনো বৃষ্টি আবার
শীত বা বসন্তের আগমন ঘটে ।
সব কিছু সইলেও বর্ষার বৃষ্টিটা সহা যায় না ।
এই বর্ষাকালটা হল আপনার জীবনের কষ্টের কাল ।
আপনি না চাইলেও ভিতর থেকে শূন্যতার জল
চোঁখে এনে দিবে । হৃদয়টা দুমড়ে মুচড়ে ফেলবে ।

No comments:

Post a Comment