Monday, 6 February 2017

মাঝ রাতে মাঝে মাঝেই আচমকা ঘুম থেকে জেগে উঠি


মাঝ রাতে মাঝে মাঝেই আচমকা ঘুম থেকে জেগে উঠি। ঘুম ভাঙ্গার পর বুঝতে পারি স্বপ্নে যেটা দেখেছি সেটা সত্যি না।। স্বপ্নে দেখা কিছু কাউকে বলতে নেই। 




বলা যাবে শুধু আপনজন এবং খুব কাছের মানুষটিকে। আপন মানুষটির খোঁজ করতে গিয়ে শতভাগের চার ভাগের একভাগ জীবন পার করে দিয়েছি নিঃস্বঙ্গ আর একাকীত্ব্যে। কিছু মানুষকে আপন করে কাছে পেতে চেয়েছি, আবার কিছু মানুষের কাছে যেতে চেয়েছি, কাউকে দুর থেকে কাছে আনতে চেয়েছি, কাউকে দূরে ঠেলে দিয়েছি, কিছু মানুষের ভালোবাসাকে অবহেলা করেছি, আবার কিছু মানুষের আবহেলা সহ্য করেছি।।
এতকিছুর মাঝে রাতগুলো আমার পার হয় এখন প্রদ্বিপের শেষ হয়ে আসা শিখার মতো

পড়ে থাকি শুধু নিথর এই দেহটাকে আর মরে পচে যাওয়া মনটাকে নিয়ে ।।

No comments:

Post a Comment