Tuesday, 7 February 2017

তুই কি জানিস তর জন্য দিনে কতোগুলো ব্রেকাপ হয় ? #কল্পবাজ

আজ নাকি ফেসবুকের জন্মদিন ।
আমার পক্ষ থেকে ফেসবুকের জন্য রইল একগাদা প্রশ্ন ্‌???
 কেক ভালবাসা দিতে পারলাম না । আপনি আজকে ফেসবুকের জন্মদিনে তাকে কি দিয়েছেন ?? আচ্ছা ফেসবুক ...।
আজ জন্মদিনে কিছু প্রশ্নের উত্তর দিবে কি??
তুমি করে বলতে পারছিনা তাই তুই করে বলছি ।
 ১। তুই কি জানিস তর জন্য দিনে কতোগুলো ব্রেকাপ হয় ?
২। তুই কি জানিস তোর জন্য প্রতিদিন কত মানুষ মিত্থে প্রেমের জালে ফেসে যায় ?
৩।তুই কি জানিস তর জন্য কত মানুষ রাত জাগে?
৪।তুই কি জানিস তর জন্য কত মানুষ একাকিত্ত অনুভব করে?
৫।তুই কি জানিস তর ব্লক অপশনটার জন্য কত মানুসের হৃদয় অস্রুসিক্ত হয়?
৬।তুই কি জানিস তর জন্য কত মিত্থা খবর সত্য হয়ে যায়?
৭।তুই কি জানিস তর জন্য কত ছোট ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে ?
৮।তুই কি জানিস তর জন্য কত মানুষ খুন হচ্ছে ?
৯।তুই কি জানিস তর জন্য কি পরিমান পাপ হচ্ছে ?


১০। তুই কি জানিস তোর জন্য ফাকিং চেটিং করে কত মেয়ে সম্ভ্রম হারাচ্ছে ?
 ১১।তুই কি জানিস তর জন্য আমার মত কত গরিব মানুষদের শেষ সম্বল টুকু ও নিঃশেষ করে দিচ্ছে ? ১২। তুই কি জানিস এম্বি কেনার জন্য কত ছেলে মেয়ে মিথ্যা বলছে চুরি করছে ?
জানি কিছুই জানিস না...
জানবি কি করে তর কাজ ত ব্যাবসা করা আর কিছু না । পারবি কি এসব দূরে রেখে এত পেইন এত সব ফিরিয়ে দিতে পারবিনা।
 একটা মানুষের রাত জাগা যে কত কস্তের তুই কি বুঝবি ??
 কালো লেখাটা কবে আবার নিল হবে সেই আসায় থাকা যে কত পেইনের তুই কি বুঝবি :( সবুজ বাতি জলছে :( রিপ্লে আসছে না কত কষ্ট হচ্ছে তুই কি বুঝবি । আমি তোর জন্য অনেক বন্ধুত্ব নষ্ট হতে দেখেছি ... :(
 অনেক প্রেমের ইতি কিভাবে টেনে দিচ্ছে দেখেছি :( যন্ত্রণা কি নিজের চোখে দেখেছি :'( তাই তর জন্মদিনে ধিক্কার ছাড়া আর কিছু দেবার নেই আমার থেকে।
 ফাকিং ফেসবুকিং >>>> :)
 #কল্পবাজ

No comments:

Post a Comment