Friday, 3 February 2017

তুমি আর আমি

তুমি আর আমি একসাথে বসে নেই কিন্ত আমাদের মন টিক ই একসাথে বসে আছে কোন এক ফুটপাতের রাস্তা ধরে বসে আছে।
.
পৃথিবীটা রঙিন স্বপ্ন দিয়ে সাজানো কিন্ত দিন শেষ এ সাদাকালো ক্লান্তি শরিল নিয়ে বাড়ি ফেরা। আশা নিয়ে বসে থাকা মানুষটি মুখ দেখে বলে উটবে তুমি আমার পাশে থাকলেই হবে।

.
আশাটা আজ অসহায়। চাওয়ার মাঝে আছে কিছু স্মৃতি। এখন আর বাড়ি ফিরলে কেউ বলে না চিন্তা করো না আমি পাশে আছি। নতুন ভাবে জীবন গড়ার স্বপ্ন কেউ দেখায় না। মাঝরাতে ডেকে কেউ বলে না ভালবাসি। 
.
আকাশের দিকে তাকিয়ে বলতে ইচ্ছা করে কেমন আছো তুমি। এখন ও কি ভাবো আমার কথা এখন ও কি তোমার কান্না ভরা চোখ গুলো মুছে দেওয়ার জন্য আমাকে খুঁজো। একদিন বলেছিলাম তুমি আর আমি মিলে আকাশ দেখবো কিন্ত দেখো না আজ আকাশের তারারা জ্বলজ্বল করে নিবে যাচ্ছে। ঝিঁঝিঁপোকারাও কিছু সময় ডেকে বন্ধ হয়ে যাচ্ছে। কষ্ট গুলো লুকানোর জন্য ছোটাছুটি করছে।
.
ভেবো না তুমি আমি ভালো আছি। দেখা হবে কোন এক আকাশে যে আকাশে থাকবো তুমি আর আমি। তাকবে না কোন হারানোর চিন্তা। স্বপ্ন গুলো তারা হয়ে জ্বলজ্বল করবে। ভালবাসা গুলো চাঁদ হয়ে আলো ঝাড়াবে

No comments:

Post a Comment