দ্যাখ পাগলী ...।
কাউকে নতুন করে সারপ্রাইস দেবার মত কেন যেন আর ইচ্ছে হয়না ।
হয়ত তুই নেই বলে ্্
কাউকে উইশ করতে আর ইচ্ছে করে না ।
হয়ত তুই নেই বলে ।
কোন দিবস এর কথা মনে থাকেনা ।
হয়ত তুই নেই বলে।
কিন্ত জানিস আজো একটা জিনিস মনে আছে ।
অই যে লাস্ট যেবার তোকে নিয়ে পাগলামি করেছিলাম ।
তুই ত দেখে কেদেই দিয়েছিলি ।
জানি তোর মত আর কাউকে হয়ত পাবনা ।
ভাবছি তাই তোকে ছাড়া আর দিবস
পালন করব না ।
যেখানেই থাকিস ভাল থাকিস ।
রে পাগলী ... :)
Happy valentine to u ... mumu moni <3
#কল্পবাজ
No comments:
Post a Comment