Tuesday, 7 February 2017

এখনো মনে পড়ে #কল্পবাজ

এখনো মনে পড়ে যখন
এস এস সি পরীক্ষা দিচ্ছিলাম তখন যে জিনিসগুলো আমার সাথে হত তা হল....
1.বাড়িতে সব পড়ে যেতাম আর পরীক্ষার হলে যাবার পর যখন প্রশ্ন পেতাম তখন দেখি কিছু মনে নাই।
2.আমি যেটা পারতাম না সেটা সামনে পিছনে কেউ ই পারতনা।



3.প্রথম প্রথম হাতের লেখা ভালই থাকত শেষ আধা ঘন্টার সময় মনে হত যেন এলিয়েনের ভাষায় লিখছি যেটা স্যারের দাদায় ও বুঝবে না।
 4.একটা প্রশ্ন অর্ধেক লেখার সময় পিছন থেকে কেউ ডাক দিলে সব ভুইলা যেতাম।তখন ইচ্ছা করতো কাচ্চা খাইয়া ফেলি ওরে ।
5.কাউকে কিছু জিগ্গেস করলে খালি বলতো আরে দারা আগে পাশ নাম্বার তুইলা নেই। শেষকালে দেহামুনে।।
 6.আমি সোজা করে লিখতাম তাই পিছন থেকে ওরা বলতো ঐ খাতা বাকা কর বাকা কর। কি যে অসহ্য লাগতো তখন।আবার না দেখাইয়া ও উপায় ছিলনা।।
 7.পরীক্ষা শেষে কিরে পরীক্ষা কেমন হল জিগ্গেস করলে যারা বেশি পারতো তারা বলতো আর বলিসনা খুব খারাপ।
আরা আমাদের মত ফটাকাদের উত্তর ছিল ফাটায়া দিছি মাম্মা। তবে এখনো পরীক্ষা দেই কিন্ত তখনকার মত আর ফিলিংস আর মাস্তি হয়না ।
 দুআ রইল সকল এসএসসি ভাইবোনদের প্রতি।
#কল্পবাজ

No comments:

Post a Comment