পিঁপড়ার তোর
জন্য 💜💜
কিছুই হয়নি শেষ,
সবে মাত্র শুরু
চোখের কোনে মায়া
বাড়ায় যেমন করে ভ্রু
যেমন করে ঠোঁটের
উপর ছোট্ট তিল হলে
আদর গড়ায় নাকের
ডগায় 'চুমু চুমু' বলে...
তেমন করেই ফুল
গুঁজেছি বেণী করা চুলে
লক্ষ-কোটি ভুল
সঁপেছি তোমার অনুকূলে
গালের পাশে গাল
রেখেছি যদি আদর করো
হাঁটতে চাইবো আরো
আমি, হাতটা যদি ধরো....
চিনি 💜💜

No comments:
Post a Comment